অদ্য ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ০২ (দুই) টি ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়। এসময় একটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াডাঙ্গী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিপুল কুমার অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল চৌকস পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS