Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
--
Details

০৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ রোজ সোমবার। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও ২০০(দুইশত) কেজি পলিথিন ও ৪০০(চারশত) কেজি পলিথিন তৈরীর রোল জব্দ করা হয়। এছাড়া কারখানা বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়‌। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাসনীম জাহান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা আনসার, ঠাকুরগাঁও এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Images
Attachments
Publish Date
05/12/2022
Archieve Date
17/07/2024